জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর স্তরের থিসিস শিক্ষার্থীদের গবেষণায় প্রায় ৫০ লাখ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগে মোট ৩৫৪ জন শিক্ষার্থী এ অনুদান পাবেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রত্যেক থিসিস শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে গবেষণা অনুদান পাবে। এই অর্থ ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের আওতায় ‘থিসিস শিক্ষার্থী বৃত্তি’ হিসেবে প্রদান করা হবে, যা কেবল গবেষণাসংশ্লিষ্ট কাজে ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ে থিসিস শিক্ষার্থীদের জন্য এটি প্রথম বরাদ্দকৃত অনুদান। প্রশাসনের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলবে এবং তাদের আর্থিক সহায়তা দেবে। ফলে বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এ ধরনের উদ্যোগ আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াতে সহায়ক হবে।
