আব্দুস সাত্তার, দিনাজপুর
দিনাজপুরের খানসামা উপজেলায় কষ্টি পাথরের ৯.২৫০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর একটি অভিযানিক দল। গত সোমবার দুপুরে র্যাব- ১৩ এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানার ২ নং ভেরবেড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের আমরত শাহ গ্রামের জনৈক মো. আব্দুল মাজেদ (৫০) এর বাড়ীতে অভিযান চালায়। এসময় বাড়ির পশ্চিম পার্শ্বে রান্নাঘর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল মাজেদ (৫০) এবং মো. আলী আজম (৬৫)। তারা উভয়েই দিনাজপুর জেলার বাসিন্দা। র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিফিং এ বলা হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে আসামীরা মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটিকে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন। এই অভিযানের মাধ্যমে তারা পাচারকারীদের একটি বড় চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই ধরনের অভিযান আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং জনগণের সহযোগিতা আমাদের আরও শক্তিশালী করবে। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
