মাদারীপুরের ডাসার থানার পশ্চিম বতলা গ্রামে রোববার সকাল ১০টার দিকে পুরানো বিল্ডিং এর কাজ করতে গিয়ে বারান্দার ছাদ ধসে পড়ে হালান সরদার (৩৫) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহাব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত হালান মাদারীপুুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম টুবিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার থানার বালীগ্রাম ইউনিয়নের পশ্চিম বতলা গ্রামে কবির হাওলাদের পুরানো বাড়ী ভেঙ্গে নতুন বাড়ী করার পরিকল্পনা করায় সকাল থেকে বিল্ডিং ভাঙ্গার কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা। এসময় বাড়ীর ২য় তলার বারান্দার ছাদ ধসে পড়ে নিচে চাপা পড়ে হালান সরদার। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাকিল জানান, মাথায় ও মুখে গুরুতর আঘাত প্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।