ePaper

শত কোটির নতুন কারখানায় রং উৎপাদনে যাচ্ছে বিডি পেইন্টস

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড তাদের গাজীপুরে নির্মিত নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে আগামী শনিবার (১৮ অক্টোবর)। এ কারখানার কার্যক্রম শুরু হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রঙের বাজারে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে। তথ্য অনুযায়ী, বিডি পেইন্টস গাজীপুরের নতুন এ কারখানায় প্রায় ১০২ কোটি টাকা বিনিয়োগ করেছে, যা ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিলের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। প্রায় ৯১৪ শতাংশ জমির ওপর নির্মিত নতুন কারখানায় দৈনিক রং উৎপাদনের সক্ষমতা রয়েছে ১১০ দশমিক ৬০ টন এবং ১৫ হাজার প্লাস্টিকের পাত্র। কোম্পানিটি জানিয়েছে, নতুন ইউনিটটিতে কোম্পানি জল-ভিত্তিক রং, দ্রাবক-ভিত্তিক রং, শিল্প রং, পাতলাকারী রাসায়নিক, প্লাস্টিকের পাত্র এবং মুদ্রিত উপকরণসহ বিস্তৃত পণ্য তৈরি করবে। এতে কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বিস্তর পরিসর তৈরি এবং দেশীয় রঙের বাজারে সামগ্রিকভাবে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে। এ বিষয়ে বিডি পেইন্টসের কোম্পানি সচিব এসএম মামুন অর রশিদ বলেন, আমরা ২০২০ সালে জমিটি কিনেছিলাম এবং ২০২২ সালে নির্মাণ কাজ শুরু করি। নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কারখানাটি ১৮ অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, নতুন কারখানাটি কেবল আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না, বরং এটি আয় ও মুনাফা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। আমরা আশা করছি এই সম্প্রসারণের ফলে ধীরে ধীরে আমাদের বার্ষিক রাজস্ব প্রায় ২৫০ কোটি টাকায় উন্নীত হবে, যা কোম্পানির সামগ্রিক আর্থিক কর্মক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *