ePaper

দেশজুড়ে কার্টআপের ‘অক্টোবর অফারস’ ক্যাম্পেইন, চলছে কেনাকাটার উচ্ছ্বাস

অথর্নীতি ডেস্ক

দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’, যা শুরু হয়েছে সোমবার (১৩ অক্টোবর) এবং চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে কার্টআপের পুরো প্ল্যাটফর্মজুড়ে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ভাউচার সুবিধা, যেখানে রয়েছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। এছাড়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ প্রিপেমেন্ট ডিসকাউন্ট। একই সঙ্গে বিকাশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক সুবিধা। এ বিষয়ে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফুয়াদ আরেফিন বলেন, কার্টআপ একটি দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা সহজ, নির্ভরযোগ্য ও আনন্দদায়ক অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে কাজ করছে। দ্রুত ডেলিভারি, বিশ্বস্ত ব্র্যান্ড ও আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কার্টআপ। অক্টোবর অফারসে বাংলাদেশের নিজস্ব এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা  উপভোগ করতে ক্রেতাদেরও প্রতি আহ্বান জানান তিনি। কার্টআপের রয়েছে নিজস্ব হাব, গুদাম, সোর্টিং সেন্টার, নিজস্ব রাইডার ফ্লিট এবং বিশ্বস্ত ডেলিভারি পার্টনার। এর মাধ্যমে কার্টআপ নিশ্চিত করছে বাংলাদেশের ৬৪টি জেলাজুড়ে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি। ফলে গ্রাহকরা পাচ্ছে, ওপেন-বক্স ডেলিভারি, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং সময়মতো সেবার সুবিধায় প্রতিটি অর্ডারকে করে তুলছে নিরাপদ ও ঝামেলামুক্ত। সব অফার ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে কার্টআপ অ্যাপ, ওয়েবসাইট ও অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে। উল্লেখ্য, কার্টআপ হলো একটি দেশীয় ই-কমার্স প্ল্যার্টফম। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্স গ্রুপের একটি ভেন্চার, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্ল্যার্টফমটি মার্কেটপ্লেস ও রিটেইল এ দুই মডেলে পরিচালিত হয়, যেখানে দেশের ৩,৫০০ এর বেশি বিক্রেতা যুক্ত আছে এবং ৭ লাখেরও বেশি পণ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে গ্রোসারি, ইলেকট্রনিক্স, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যসামগ্রী। এছাড়া দেশ জুড়ে ডেলিভারি সার্ভিস, ওপেন-বক্স ডেলিভারি সুবিধা ও নিরাপদ পেমেন্ট অপশন নিশ্চিত করে কার্টআপ। নির্ভরযোগ্য ও আনন্দদায়ক অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে দেশীয় এ ই-কমার্স প্ল্যার্টফমটি প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *