ePaper

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন

সুমন মিয়া(গাইবান্ধা) সুন্দরগঞ্জ

সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাতেও গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী-পুরুষের সমঅংশগ্রহণ দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ, সুন্দরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রধান স্বরূপ কুমার বিশ্বাস, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে জনসচেতনতা, সঠিক প্রস্তুতি এবং প্রযুক্তির ব্যবহার বাড়লে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বক্তারা আরও বলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা সম্ভব নয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ সচেতনতামূলক কাজ বাড়ানোর তাগিদ দেন। শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবার অংশগ্রহণে একটি প্রতিশ্রুতি পাঠ করা হয় দুর্যোগ প্রতিরোধে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *