ফরিদপুরে প্রতিবাদে সড়ক অবরোধ নিয়ে উত্তাল হয়েছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। অধ্যক্ষ মো. মনজুরুল ইসলামের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে কলেজের সামনে অম্বিকা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
অধ্যক্ষের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ
গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে শহরের আবদুল করিম সড়কে অধ্যক্ষ মনজুরুল ইসলামের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি এশার নামাজ পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে পেছন থেকে আঘাত করে। তাদের মধ্যে একজন লাঠি দিয়ে অধ্যক্ষের মাথায় আঘাত করে, যার ফলে তিনি সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শিক্ষার্থীদের প্রতিবাদ ও দাবি
অধ্যক্ষের ওপর এই বর্বর হামলার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টায় অম্বিকা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। তাঁরা এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রশাসনের আশ্বাস
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
শহরে আরও প্রতিবাদ
মানববন্ধনের পাশাপাশি শহরের অন্যান্য কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারি রাজেন্দ্র কলেজের সামনে মিলিত হয়ে আরও একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সেখানে অধ্যক্ষের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি তোলা হয়।
শিক্ষার্থীদের আল্টিমেটাম
শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। তাঁরা এই ঘটনার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
Share Now