ePaper

ফুলগাজীর নিলক্ষীতে মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ এলজিডি ব্রিজ: বড় দুর্ঘটনার আশঙ্কা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর নিলক্ষী এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এলজিইডি কর্তৃক নির্মিত ফুলগাজী-রাজেশপুর সড়কের উত্তর নিলক্ষীর বাইতুল আমান জামে মসজিদের পূর্ব পাশের ব্রিজটির পশ্চিম অংশ ২০২৪ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন মেরামতের অভাবে ব্রিজটি এখন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে নিলক্ষী, গাবতলা, মনতলা, মান্দারপুর, সোনাপুর ও রাজেশপুর এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের চলাচলের একমাত্র প্রধান পথ এটি। বর্তমানে ব্রিজটি এমন অবস্থায় পৌঁছেছে যে ভারী যানবাহন চলাচল তো দূরের কথা, হালকা যানবাহন এমনকি পথচারীরাও ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। নিলক্ষী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, “আমরা দীর্ঘদিন ধরে এ ভাঙা রাস্তা দিয়ে পারাপার হচ্ছি। আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন এই রাস্তায় ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যায়। নিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলক্ষী অধ্যক্ষ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসা ও ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়কে চলাফেরা করে।” স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, “আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে বহুবার গিয়েছি। সবাই শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। পরে আমরা সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছি।” ব্রিজের বিপজ্জনক অবস্থার কারণে এলাকায় এখন ছোট যানবাহন ছাড়া বড় কোনো যান চলাচল করতে পারছে না, ফলে পণ্য পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ মোহাম্মদ জানান, “রাস্তাটি ও ব্রিজের একপাশ দেবে গেছে। আমরা ইতিমধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, দ্রুত কাজ শুরু হবে। তবে তার আগেই কোনো জরুরি পদক্ষেপ নেওয়া যায় কিনা, তা আমরা বিবেচনা করছি।” স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে ব্রিজটির সংস্কার কাজ শুরু হলে এলাকার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি কোনো বড় ধরনের দুর্ঘটনার আগেই রক্ষা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *