ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। শুক্রবার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন আহরন্দ গ্রামে সংঘর্ষে ঘটনাটি ঘটে। সংঘর্ষে মহাসড়কের চলাচলরত কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে দৃর্বুত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয় আজিজ মেম্বার ও মামুন মিয়ার সমর্থকগণের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ৭ আগস্ট শুক্রবার বিকেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু’পক্ষের লোকজন মহাসড়কে অবস্থান করে সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেb। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোজাম্মেল হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ৩ পুলিশ সদস্যসহ আনুমানিক ৩০ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।