গাজীপুরের কাপাসিয়ার দুইটি ইউনিয়নে তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ আগস্ট) এ তিনটি বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা। এরমধ্যে সম্মানিয়া ইউনিয়নের ধানদিঘা গ্রামে দুইটি এবং সিংহস্রী ইউনিয়নের নামিলা গ্রামে আরও একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ভুক্তভোগী তিন ছাত্রী হলো- সম্মানিয়া ইউনিয়নের ধানদিঘা গ্রামের মিন্টু মিয়ার ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাসিমা খাতুন (১৫), একই গ্রামের আব্দুর রহিমের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুমাইয়া (১৩) ও অপরজন হলো সিংহস্রী ইউনিয়নের নামিলা গ্রামের সাখাওয়াত হোসেনের ৯ম শ্রেণি পড়ুয়া মেয়ে সিমলা (১৫)।
ইউএনও ইসমত আরা জানান, শুক্রবার (একই দিনে) কাপাসিয়া উপজেলার তিনটি পৃথক স্থানে তিনটি বাল্যবিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের বাল্যবিয়ে ঠেকিয়ে একজনের অভিভাবককে ১২ হাজার টাকা জরিমানা ও সকলের অভিভাবককের কাছ থেকে কন্যাদের বাল্যবিয়ে না দেয়ার মুচলেকা
নেয়া হয়।