ePaper

বক্স অফিসে কত আয় করল ‘তুলসী কুমারী’

বিনোদন ডেস্ক

বলিউডের বহুল আলোচিত রোমান্টিক কমেডি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং ধর্ম প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মলহোত্রা এবং রোহিত সরফ।দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় ছবিটি শুরুতেই জনপ্রিয়তা পেলেও বক্স অফিসে এর গতি মন্থর হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি শেষ পর্যন্ত ৫০ কোটির ঘর পেরোতে পারবে না।বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ মাত্র ২.০৮ কোটি টাকা সংগ্রহ করেছে। এটিই এখন পর্যন্ত ছবিটির সর্বনিম্ন একদিনের আয়। এই সংগ্রহ নিয়ে সিনেমাটির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩৮.৫৮ কোটি টাকা।

সপ্তাহান্তের পর সোমবার থেকেই ছবিটির আয় নিম্নমুখী হতে শুরু করে। বাজারে এখন ঋষভ শেট্টির অ্যাকশন-ড্রামা ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর মতো শক্তিশালী প্রতিযোগী থাকায় ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা ছবিটির প্রশংসা করে এটিকে ‘মজাদার’ এবং ‘হালকা চালের কমেডি’ হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে তারকা অভিনেতাদের কমিক টাইমিং এবং বরুণ-জাহ্নবীর রসায়ন উপভোগ করেছেন দর্শক। অনেকে এটিকে ‘খাঁটি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স’ বলেও মন্তব্য করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, মণীশ পাল এবং অভিনব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *