ePaper

চকরিয়ায় মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম। গতকাল বুধবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধনঞ্জয় রুদ্র। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান (স্কোয়াড কমান্ডার, সিপিএসসি)। সভাটি সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মঈন উদ্দিন রাকিব। বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম আলা উদ্দিন ইমামী, কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত ও তাপস দেব, এবং আগে মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা কাকারা ৫নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলম প্রমুখ। স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ হাসান, ইমরানুল ইসলাম আলভী, ফুরকানুল ইসলাম ও জিনিয়া। বক্তারা বলেন, “মাদকের বিষাক্ত ছোবলে নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম। সামাজিক সচেতনতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবাইকে একসঙ্গে এগিয়ে এসে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” এসময় স্থানীয় দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন র‌্যাব-১৫ এর মেজর মো. ফারহান উজ জামান (এএমসি)। অনুষ্ঠান শেষে শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মেজর এহতেশামুল হক খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *