ePaper

ইসলামপুরে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দুপক্ষের তিনদফা সংঘর্ষে আহত-১০

মো. রুহুল আমিন রাজু,জামালপুর

জামালপুরের ইসলামপুর সাপধরী ইউনিয়নে যমুনার দূর্গম প্রজাপতি চরে গত সোমবার সকালে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দুপক্ষের পাল্টা পাল্টি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, ইসলামপুরে সাপধরী ইউনিয়নে যমুনার দূর্গম প্রজাপতি চরের হাবিবুর রহমান হবির পুত্র নাজিম (১৭) রোববার বিকালে বাড়ীর পাশের খোলা মাঠ ছেড়ে দেওয়া ছাগল আনতে যায়। ওই সময় একই গ্রামের আব্দুল ওয়াহাব মন্ডলের পুত্র মশিউর মন্ডল তার ন্যাপিয়ার ঘাস ক্ষেত খাওয়ানোর অভিযোগে নাজিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরদিন সোমবার সকালে প্রজাপতি চরের লাল মিয়া গ্রুপের লোকজন এবং আব্দুল ওয়াহাব মন্ডল গ্রুপের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাল মিয়া প্রামানিক গ্রুপের আব্দুল হামিদ (৫৫), হাবিবুর রহমান হবি (৪০) ও নুর ইসলাম (৫০)সহ তিন জন আহত হলে তারা পিছু হটে। পরে আহতদেরকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে লাল মিয়া গ্রুপের লোকজন আবারো অধিক শক্তি অর্জন করে আব্দুল ওয়াহাব গ্রুপের লোকজনদের বাড়ীঘরে হামলা চালায়। ওই হামলায় আব্দুল ওয়াহাব (৫০), মোরশেদা (৪৫), জবেদা (৫৫), আব্দুর রহিম(২২), আব্দুল মমিন(৩৩)আব্দুল জুব্বার(৫৮)ও মশিউর রহমান (১৯)গুরুতর আহত হয়। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আব্দুল ওয়াহাব জানান, আমার বাড়ীঘরসহ লাল মিয়ার লোকজন হামলা করে ঘরে থাকা মরিচ বিক্রয় টাকা ও আমার কীটনাশক ব্যবসার করা প্রায় ১৬ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, প্রজাপতি গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের আহত হয়েছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে। থানা পুলিশ দুপুরেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা দুই পক্ষই অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *