বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ কাজের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী ও সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বৃহস্পতিবার ৬ আগস্ট গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা জানিয়েছেন, তুরস্কের আয়া সুফিয়া গ্রান্ড মসজিদের মতো যেকোনো সময় মুসলিম বিশ্বের পাঁচশত বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে পুনরায় মসজিদে রুপান্তর করবে।
বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দরা বলেছেন, ভারতে মুসলমানদের উপর জুলুম-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে। কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার এবার পবিত্র বাবরি মসজিদকে ভেঙে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করেছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে মুসলিমবিশ্ব হৃদয়ে কলিজায় রক্তক্ষরণ হয়েছে। মসজিদের জায়গায় মন্দির নির্মাণ মুসলমানরা কখনো মেনে নেবে না। আজ নয় কাল বিশ্ব মুসলিম বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবে।
স্বাধীন ধর্মচর্চার কথা ভারতীয় সংবিধানে উল্লেখ থাকলেও উগ্রবাদী মোদি সরকার তা মানেনি বলে দাবি হেফাজত নেতারা বলেছেন, বাবরি মসজিদের স্থানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর করে মুসলমানদের প্রতি অবিচার এবং অনধিকার চর্চা করেছে মোদি সরকার। এক্ষেত্রে মোদি স্বয়ং ভারতীয় সংবিধানের বিরোধিতা করেছে।
উগ্রবাদী মোদি সরকারকে এ ঘটনার চরম জবাবদিহি করতে হবে জানিয়ে তারা বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে মসজিদ প্রতিষ্ঠিত হোক না কেন তা বিশ্বের সকল মুসলমানদের। বাবরি মসজিদ ইস্যু স্রেফ ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতির সম্পৃক্ততা বিদ্যমান। তাই ঐতিহাসিক বাবরি মসজিদকে পুনরুদ্ধারে ওআইসি, আরবলীগসহ বিশ্ব মুসলিম নেতবৃন্দ ঐক্যবদ্ধ হওয়া সময়য়ের অপরিহার্য দাবি।