স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান। যদিও সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইশফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।বিতর্কিত ইশফাকের জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলার নাম শোনা যাচ্ছে। তার পরিচালক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বিসিবি ও বিভিন্ন মাধ্যমে রুবাবার নাম জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি ইস্যু হয়নি। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন।খেলাধুলার সঙ্গে রুবাবা দৌলার সম্পৃক্ততা বহুদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। রুবাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। বহুমুখী পেশাগত জীবনের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রুবাবা। অবসরে তিনি গলফ খেলতে পছন্দ করেন। ছোটবেলায় তার ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার।
প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম রুবাবা দৌলার ফুফু ও শিল্পী কামরুল হাসান তার মামা হওয়ায় পারিবারিকভাবে শিল্প-সংস্কৃতির আবহে বড় হয়েছেন। সংগীতের প্রতি আগ্রহও জন্মেছিল ছোটবেলা থেকেই। তিনি এখনও নিয়মিত গানের চর্চা করেন। জি সিরিজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত মিক্সড অ্যালবাম ‘যাবে যদি চল’-এ দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। দীর্ঘ পেশাগত জীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন রুবাবা দৌলা। ২০০৬ সালে ‘অনন্যা শীর্ষ দশ নারী’ পুরস্কারে ভূষিত হন তিনি। পরে আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন, যার মধ্যে রয়েছে
