ePaper

সোলজারের ঝলকেই ঝড়, তবে কি সত্যি হলো শাকিবের কথা?

বিনোদন ডেস্ক

অবশেষে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার। ৩৩ সেকেন্ডের এই ঝলক দর্শকের চোখে পড়তেই ভক্ত ও সাধারণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এমনটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ এই সিনেমাতে যে এক অচেনা শাকিবের দেখা মিলবে সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। আর ঝলকটি দেখে দর্শকদের মত, শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে!মঙ্গলবার সন্ধ্যায় নিজের টাইমলাইনে টিজারটি শেয়ার করেন শাকিব খান। লেখেন, “পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত…৩৩ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক।

এরপর তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ— ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ যা পুরো ঝলকটিতে একজন দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টানটান উত্তেজনার আভাস দেয়। এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।”

টিজারটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য যেন তার আগাম বক্তব্যকে সত্যি প্রমাণ করল। অধিকাংশেরই মন্তব্য— ‘একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।’ একজন নেটিজেন লিখেছেন, ‘শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে দিন দিন নতুন মাত্রা দিচ্ছে।’তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়।পরিচালক আরও বলেন, “আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। আমাদের গল্পটা আশার। জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।”

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *