ePaper

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলা

লিয়াকত হোসেন, ফরিদপুর

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কলেজ সূত্রে জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে নেমে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তার মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেনি কেউ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্তের সঙ্গে দেখছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *