নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯৭ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে।
০৪ আগষ্ট মঙ্গলবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সবশেষ পরিসংখ্যা জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৩৮২ জন । তাদের মধ্যে বর্তমানে ৬০ লাখ ৭২ হাজার ৫৯২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৬৭৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
নভেল করোনা ভাইরাসে দেশে ০৩ আগষ্ট সোমবার নতুন করে আরও ১ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০ জন। গতকাল পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১০২ জন, মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৮৪ জন এবং মোট সুস্থতার সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৭ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।