ePaper

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। এদের অনেকেই ভোট দিয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এ কথা জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে থাকা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিইসি বলেন, আমরা নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন, যেমন—সরকারি চাকরিজীবী, প্রবাসীসহ অনেকেরই আগে ভোট দেওয়ার সুযোগ থাকত না। এবার তাদের জন্য ব্যবস্থা করা হবে। ইসি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আজ নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করেছে ইসি, যেখানে প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনেকে অংশ নেননি। সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে আসা মতামতগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *