ফুলগাজী(ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার সদরের শ্রীপুর রোডের দীর্ঘদিন ধরে অবহেলিত ব্যস্ততম একটি সড়ক পুনরায় সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ফুলগাজী সদর ইউনিয়নের আমির আবুল কালাম শামীম। গতকাল সোমবার সকালে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর রোডে বালি ও ইটের খোয়া ফেলে সড়ক সংস্কারের কাজ শুরু করেন তিনি। এলাকাবাসীর চলাচলের অন্যতম প্রধান এই সড়কটি বহুদিন ধরে খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, এর আগেও আবুল কালাম শামীম নিজ উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করেছিলেন। তবে বৃষ্টির পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কিছুদিন পরেই রাস্তার অবস্থা আবারও খারাপ হয়ে যায়। এবার তিনি দ্বিতীয়বারের মতো এই সড়কটি সংস্কার করলেন। রাস্তা সংস্কারের সময় স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবির জহির ববলেন, “সড়কটি ব্যবহারযোগ্য করে তোলায় আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত স্বাভাবিক হচ্ছে। এজন্য আমরা জামায়াতে ইসলামী ও আবুল কালাম শামীমকে ধন্যবাদ জানাই।” সংস্কারকাজ চলাকালে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
