ePaper

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের অর্থ লুটের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

ব্যাংক লুটেরা, অর্থপাচারকারী, অবৈধভাবে নিয়োগকৃত অনক্ষ পটিয়া বাহিনী কর্তৃক নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে, অঞ্চল ভিত্তিক অবৈধ নিয়োগ বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের বাদিতে নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চৌমুহনীর পূর্ব বাজারে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই, ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একমাত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ, লুটেরা ব্যাংক ডাকাত এস আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত প্রায় আড়াই লক্ষ কাটি টাকা অনতিবিলম্বে উদ্ধার, যোগ্যতার মর্যাদা চাই, অবৈধ ভাবে নিয়োগকৃতদের ছাটাই, অবৈধ নিয়োগ বাতিল, ইসলামী ব্যাংকে সগৌরবে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমকে দ্রুত বিচারের আওতয় আনা, এস আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের শেয়ার বাজেয়াপ্ত করা, পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য এস আলম ও তার পরিবারের সদস্যদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা, নৈরাজ্য সৃষ্টিকারী অবৈধ নিয়োহকৃতদের দ্রুত আইনের আওতায় আনা, এস আলমের অন্যায়, লুট ও পাচারের সহযোগিদের গ্রেপ্তার করে বিচারের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *