ePaper

হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যখন নিশ্চিত করবে, তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনার পর ইসরায়েল প্রাথমিক প্রত্যাহারে সম্মত হয়েছে। এটি আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সঙ্গে ভাগ করেছি। তিনি আরও বলেন, হামাস যখন নিশ্চিত করবে, তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে – জিম্মি ও বন্দী বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী পর্যায়ের সেনা প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করব। এটি আমাদের ৩০০০ বছরের এই বিপর্যয়ের সমাপ্তির কাছাকাছি নিয়ে আসবে। এর আগে ট্রাম্প হামাসকে গাজায় বন্দী মুক্তি এবং শান্তি আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প পৃথক পোস্টে বলেছেন, জিম্মি মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সমস্ত বাজি বন্ধ হয়ে যাবে। হামাস সমস্ত জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ও গাজার প্রশাসনকে টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ঘোষণা দেওয়ার একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *