ePaper

সব রেকর্ড ভাঙল বিটকয়েনের দাম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও ইতিহাস গড়েছে। রোববার (০৫ অক্টোবর) সকালে মার্কিন বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলার ৫৭ সেন্ট, যা প্রায় আগের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ বেশি। খবর রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব নীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধিই এই উত্থানের মূল কারণ। গত আগস্টের মাঝামাঝি বিটকয়েনের আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলার।

টানা আট দিন ধরে বিটকয়েনের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শুক্রবার পর্যন্ত এটির ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত ছিল, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিবাচক ধারা এবং বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে নতুন অর্থপ্রবাহের কারণে আরও গতি পেয়েছে।

অন্যদিকে, মার্কিন ডলার দুর্বল অবস্থায় রয়েছে। শুক্রবার এটি প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে টানা পতনের মুখে পড়ে। সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং মূল অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্বের কারণে ডলারের ওপর চাপ বেড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *