মধুখালী প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরেণ বিরত থাকা জেলেদের বিশেষ ভিজিএফ বিতরণ হয়। শনিবার ৪ঠা অক্টোবর মধুখালী উপজেলার ইলিশ ধরা ৭৫ জন জেলেদের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), মো. রেজাউল করিম, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস প্রমুখ। সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জেলেদের জোরালো ভাবে জানান মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
