ePaper

উপকূলে আঘাত হানার আগে দুর্বল হয়ে যাবে ঘূর্ণিঝড় ‘শক্তি’

আন্তর্জাতিক ডেস্ক

আরব সাগরে হুঙ্কার দেওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’ আগামীকাল সোমবার সকাল থেকে দুর্বল হয়ে যাবে। গতকাল শনিবার ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছাড়িয়েছিল।

ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যায় উত্তরপূর্ব এবং পশ্চিম-মধ্যাঞ্চলীয় আরব সাগরে পৌঁছে আবার পূর্বদিকে বাঁক নেবে। গতকাল ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘূর্ণিঝড়টি তার গতিপথ বদল করায় সেখানকার মানুষের মনে এখন স্বস্তি নেমে এসেছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া তাদের সরকারি নির্দেশনাও মানতে বলা হয়েছে।অপরদিকে ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরের ঘূর্ণিঝড়টি তাদের আল-সারকিয়ার উপকূলের দিকে এগিয়ে আসতে থাকবে এবং আজ রাতের মধ্যে এটি দুর্বল হওয়া শুরু করবে। এরপর এটি তাদের উপকূলীয় অঞ্চল থেকে সরে যাবে। দেশটির আবহাওয়া দপ্তর বিবৃতিতে বলেছে, “ঘূর্ণিঝড়টির আজ রাত এবং সোমবার সকাল থেকে ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এটি পুনরায় আরব সাগরের মধ্যাঞ্চলে চলে যাবে এবং ওমানের উপকূল থেকে দূরে সরে যাবে। ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে দূরে সরে যাওয়ার আগে, এর কেন্দ্র ওমানের উপকূল থেকে সবচেয়ে কম দূরত্বে, আনুমানিক ১০০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *