মোহাম্মদ আলী, ভোলা
ভোলা জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, “বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে নানা চেষ্টা হলেও এখনো কার্যকর কোনো সমাধান বাস্তবায়ন হয়নি।” তিনি আরও বলেন, “মানুষের তৈরি ব্যবস্থার ভেতরে থেকে যত সংস্কারই করা হোক না কেন, সংকটের সমাধান ঘটবে না। একমাত্র বিকল্প পথ হলো আল্লাহর দেয়া জীবনব্যবস্থা, যেটা রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীরা প্রতিষ্ঠা করেছিলেন। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনাই নয়, রাষ্ট্র পরিচালনার বিধানও দিয়েছে। হেযবুত তওহীদ সেই বিধি-বিধানের আলোকে আজকের যুগোপযোগী আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরছে।” শফিকুল আলম উখবা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের পর গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং গঠনমূলক মতামত প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. আবুল বাসার কামরুল এবং সঞ্চালনা করেন জেলা নারী নেত্রী খালেদা আক্তার লুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, ভোলা সদর থানা সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক খবরের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, দৈনিক জনপদের সহিদ তালুকদার, দৈনিক ইনকিলাবের এম এ বারী, প্রথম আলোর নেয়ামত উল্লাহ, আমার দেশের ইউনুস শরীফ, ভোরের কাগজের এইচ এম নাহিদ, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, চ্যানেল এসের মনসুর আলম, বাংলার কণ্ঠের এইচ আর সুমন, জনতার বাংলাদেশের জেলা প্রতিনিধি দাউদ ইব্রাহিম সোহেল , ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।
