ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালী বিভাগের দাবীতে সোনাইমুড়ী বাইপাসে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভাগের দাবীতে বিভিন্ন শ্রেণির মানুষ জড়ো হয় বাইপাস চত্ত্বরে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে সড়কে অবস্থান নেয় ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাব, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
