ePaper

জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না হালান্ড

স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরেই দারুণ ফর্মে রয়েছেন আর্লিং ব্রট হালান্ড। প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। সেই ফর্ম টেনে নিয়ে এলেন চ্যাম্পিয়নস লিগেও, করলেন জোড়া গোল। তবুও দলকে জেতাতে পারলেন না তিনি। ইউসিএলে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন হালান্ড। অন্যদিকে জর্ডান টেজে মোনাকোকে প্রথমবার সমতায় ফেরানোর পর শেষ দিকে স্বাগতিকদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার। এতে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো। হালান্ডের দারুণ গোলে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় সিটি। জাস্কো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে থেকে বুদ্ধিদ্বীপ্ত শটে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান নরওয়ে তারকা। তিন মিনিট পর চমৎকার এক গোলে সমতায় ফেরে মোনাকো। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার জর্ডান টেজে।

প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই নিতে পারে মোনাকো। বিপরীতে এই সময়ে ৭০ শতাংশের বেশি সময় পজেশন রেখে ১০টি শট নেয় সিটি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিরতির আগের শেষ প্রচেষ্টায় ৪৪তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন হালান্ড। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ হেডে গোলটি করেন তিনি। চলতি আসরে এ নিয়ে দুই ম্যাচে তিনটি গোল করলেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে এখন হালান্ডের মোট গোল ৫২টি। মাত্র ৫০ ম্যাচে এই কীর্তি গড়েছেন নরওয়ের তারকা। ৭৩তম মিনিটে ম্যানসিটির ডাচ মিডফিল্ডার টিজানি রেইডার্সের শট ক্রসবারে প্রতিহত হয়। ব্যবধান নুন্যতম হলেও জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু শেষদিকে গিয়ে সব এলোমেলো হয়ে যায়।

ম্যাচের ৮৫তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের এরিক ডায়ারকে ফাউল করে বসেন গন্সালেস। অনেকটা বিলম্বের পর ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। নিজেই স্পট কিক নিয়ে সমতা টানেন এই ইংলিশ ডিফেন্ডার। বাকি সময়ে গোলের জন্য দুটি শট নিলেও ব্যবধান আর গড়তে পারেনি ম্যানচেস্টার সিটি। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *