জীবন কখন কাকে কোন অবস্থায় নিয়ে ফেলে তা কেউ বলতে পারে না। ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি। জীবনের প্রয়োজনে এখন তিনি শ্রমিক। তার শরীরে ৯০ শতাংশ প্রতিবন্ধকতা। এক সময় তিনি যে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। সেই হাতেই এখন হাতুড়ি আর বলের বদলে পাথর।
করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে পেশাজীবীরা মহাবিপদে পড়ে গেছেন। কাজ নেই, চাকরি নেই অনেকর। অনেকেই পেটের দায়ে বিকল্প পেশা বেছে নিয়েছেন। তবে যে দেশে ক্রিকেট ঘিরে এত উন্মাদনা, সেই ভারতেই দেখা গেল এই দুঃখজনক ঘটনা। দেশটির সাবেক অধিনায়ক ধামি এখন মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তার প্রকল্পে কাজ করছেন।
গণমাধ্যমকে ধামি বলেছেন, একটি টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা করোনাভাইরাসের জন্য বন্ধ হয়ে গেছে। তিনি সরকারের কাছে তার যোগ্যতা অনুযায়ী কাজের আবেদন করেছেন। জেলা শাসক বিজয় কুমার জোগদানে ইতোমধ্যেই জেলার ক্রীড়া কর্মকর্তাকে আর্থিক সহায়তার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন। সাবেক অধিনায়ককে মুখ্যমন্ত্রীর স্বাবলম্বী প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে, যাতে ভবিষ্যতে তিনি রোজগার করতে পারেন।