ePaper

সাভারে আমান উল্লাহ আমান ও ইরফান ইবনে আমান অমির পূজামণ্ডপ পরিদর্শন

এসএ রশিদ (ঢাকা) সাভার

দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং তার ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। গতকাল বুধবার দুপুরে রাজফুলবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী শ্বশান কালী মন্দির থেকে তাদের এই পরিদর্শন শুরু হয়। পরিদর্শনকালে আমান উল্লাহ আমান হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। অপরদিকে, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকার জরাজীর্ণ রাস্তাঘাটের কথা উল্লেখ করে বিগত সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার কোনো উন্নয়ন করেনি, শুধু তাদের দলীয় লোকদের আখের গোছানোর ব্যবস্থা করেছেন।” মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার আমান উল্লাহ আমানকে আশ্বস্ত করেন যে, আগামী নির্বাচনে হিন্দুধর্মের লোকজন ধানের শীষে ভোট দেবেন। এই পরিদর্শনের মাধ্যমে বিএনপি নেতারা একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন, তেমনি আসন্ন নির্বাচনের জন্য নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *