ePaper

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে আসুন! বদলে যাই, বদলে দেই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা প্রদান করেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। গতকাল বিকেলে নোয়াখালীর চাটখিল স্কাই ভিউ চাইনিজ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে চাটখিল উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার ওমর ফারুক বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমি যে ভূমিকা রেখেছি তার প্রতিচ্ছবি নিশ্চয়ই আপনারা মনে রাখবেন। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনে ৬ জন সমন্বয়ক গ্রেপ্তার ইস্যুতে আমি প্রথম কথা বলেছি। গুলিবর্ষণের বিরুদ্ধে কথা বলেছি এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। ২০২৪ সালের একতরফা ভোটারবিহীন নির্বাচনে ভোটকে লাথি মেরে প্রত্যাখ্যান করে আমি-ই একমাত্র ব্যক্তি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সহযোগী বাংলাদেশ বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করে সেই একতরফা ভোটকে বয়কট করে প্রতিবাদ জানিয়েছি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর বলেন অসৎ দুর্নীতিবাজদের বয়কট ঘৃণা করুন। মানুষ পরিবর্তন চায় কিন্তু বিকল্প কেউ নেই বিধায় সেই পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। তাই গতানুগতিক বড় দল গুলোর বিকল্প হিসেবে আমি নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। অতীতের রাজনীতির মিছিল মিটিং, মোটরসাইকেলর শোভাযাত্রা, এগুলো মানুষ পছন্দ করছে না। অতীতের রাজনীতিকে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনে করি তাদের ক্লীনইমেজের ব্যক্তিদের এখন-ই উপযুক্ত সময়, এই সময় কে কাজে লাগাতে হলে তৃণমূলে মানুষের কাছে যেতে হবে। আর মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সংবাদমাধ্যম। তিনি আরো বলেন, চাটখিল-সোনাইমুড়ি উপজেলার মানুষ অত্যন্ত শিক্ষিত। আমি আশাবাদী এখানকার মানুষ বিকল্প নতুন প্রার্থী খুঁজছেন। আমি যদি সেটি হতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। এখন সবকিছুই নির্ভর করবে, কিভাবে নতুন প্রজন্ম আমাকে গ্রহণ করবে। নির্বাচিত হতে পারলে কোন ধরনের কাজ অগ্রাধিকার দেবেন এমন প্রশ্নে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোরদের স্কুল কলেজ মুখী করে তোলার সর্বাত্মক চেষ্টা করব। কারণ স্কুল কলেজ মুখী করে তুলতে পারলেই কিশোর গ্যাং নির্মূল হবে, মাদকের ভয়াবহতা থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব হবে। যারা পড়ালেখা করে কর্ম পায়না আমি তাদের কর্মের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করব। ব্যারিস্টার ওমর ফারুক সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজধানী টিভি চ্যানেল ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’র নোয়াখালী জেলা প্রতিনিধি মো. বেল্লাল হোসাইন নাঈম, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ, জিটিভির জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার জুয়েল সহ জেলা-উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *