ePaper

ফেনীতে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

সাহেদ চৌধুরী, ফেনী

মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানাধীন মহিপাল এলাকা হতে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন পেশাদর মাদক কারবারি’কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সাড়ে ৮ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি টিম ফেনী জেলার ফেনী সদর থানাধীন শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পার্শ্বে মহিপাল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ সন্দেহজনক ব্যক্তি একটি হাতব্যাগ ও একটি কাঁধের ব্যাগসহ পালানোর চেষ্টা কালে বরিশালের দক্ষিণ আলেককান্দা নিবাসী আইয়ুব আলী সিকদার এর পুত্র আসামী মো. নূর আরাফাত (৪০) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো ও সনাক্তমাতে নেতী ব্লু রংয়ের কাঁধের ব্যাগ থেকে খাকি রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো এক প্যাকেট গাঁজা এবং কালো রংয়ের হাত ব্যাগের ভিতর হইতে খাকি রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো এক প্যাকেট গাঁজা সর্বমোট ২ প্যাকেট গাঁজা,। প্রতিটি প্যাকেটের ওজন ৪ কেজি, সর্বমোট ৮ কেজি গাঁজা, যাহার প্রতি কেজির মূল্য ১০ হাজাট টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক ফেনী জেলা, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *