ePaper

টাইফুন বুয়ালোই : ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি, পাশপাশি ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকে ভিয়েতনামজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছিল।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশের। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের। তারা সবাই ভূমিধস এবং হড়পা বানের শিকার। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

সোমবার ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। ভিয়েতনামে আঘাতের আগে প্রতিবেশী ফিলিপাইনে আঘাত হেনেছিল বুয়ালোই। সেখানে এ ঝড়ের আঘাতে ২৬ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন ১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *