নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম বিশ্বস্ত হেলথকেয়ার ব্র্যান্ড ব্র্যাক হেলথকেয়ার ও অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপ নতুন পার্টনারশিপে যুক্ত হয়েছে। এর ফলে গ্রাহকরা খুব শিগগিরই ফুডি শপ থেকে ব্র্যাক হেলথকেয়ারের ফার্মেসির নন-ফার্মা ও বিভিন্ন ওয়েলনেস পণ্য কিনতে পারবেন। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয় রাজধানীর ফুডি এক্সপ্রেস লিমিটেডের প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান, ম্যানেজার হৃদিতা শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাজওয়ার রিজভী এবং সিনিয়র এক্সিকিউটিভ সাইয়েদ আবদুল্লাহ আল বাকী। অন্যদিকে ব্র্যাক হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান, ডেপুটি ম্যানেজার এ কে এম মঈন উদ্দিন শাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন) মো. রায়হান সরকার।অনুষ্ঠানে বক্তারা জানান, এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য প্রাথমিক চিকিৎসার নানা পণ্য কেনাকাটা হবে আরও সহজ। গ্রাহকরা ঘরে বসেই ভিটামিন, সাপ্লিমেন্ট, স্কিন কেয়ারসহ নানা ধরনের ওয়েলনেস পণ্য অর্ডার করতে পারবেন। আর ফুডির দ্রুতগতির ডেলিভারি সেবার মাধ্যমে এসব পণ্য পৌঁছে যাবে ক্রেতার হাতে।
