ePaper

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান এর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. শফিকুল ইসলাম, কোতয়ালী থানার ওসি(অপারেশন) আব্দুল্লাহ বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, ডিগ্রীর চর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, গেরদা ইউপি চেয়ারম্যানশাহ মোহাম্মদ ইমার হক কৈজুরী ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিক ফকির, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ মো. আলতাফ হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ মিয়া, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল এবং উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের অফিস প্রধানগন। এ সময় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মিজানুর রহমান ও মামুনুর রশিদ। সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলার বিগত দিনের কর্মকান্ড এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা বলেন শারদীয় দূর্গা পুজো উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের পূজা চলাকালীন অবস্থায় যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানানো হয়। এ এছাড়া বাল্যবিবাহ যৌতুক মাদক ইভটিজিং প্রতিরোধে সর্বস্তরের জনগণের সহায়তা নিয়ে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানানো হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নানা রক

One thought on “ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  1. এই সভার মাধ্যমে আইন শৃঙ্খলা ও মাদক বিতর্কে আহ্বান জানানো ভালো তাত্ক্ষণিক পদক্ষেপ। কিন্তু সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান একদিকে বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে আমরা দেখি তাঁদের নিজেদের ইউনিয়নে প্রথমে একটু কাজ করুন না কেন দেশের বিভিন্ন সমস্যার কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য শুধু সোমবার পুজোর দিনে সজাগ থাকা যথাযথ নয়। রোজকার নিয়মবদ্ধতা হলেই আমাদের দেশ আরও বিশ্বস্ত হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *