শেখ হাসান গফুর, সাতক্ষীরা
সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস-এর সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ জলিল আর নেই। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল জলিল দুই দফায় সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদ: ১৯৯৩-৯৯৯ এবং দ্বিতীয় মেয়াদ: ২০১১-২০১৬। মেয়র হিসেবে তাঁর সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে: পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম। সরকারি কলেজ সড়ক পিচঢালাই সহ সংস্কার। স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম। এছাড়া তিনি সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছেন। স্থানীয়রা মনে করছেন, এমএ জলিল ছিলেন একজন সক্রিয় ও সমাজমুখী নেতা। তার অবদানের কারণে পৌরসভা ও স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।
