ePaper

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জন চালকের অর্থদণ্ড

মাকসুদ আলম (নোয়াখালী) চাটখীল

চাটখিলে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করিয়া ১০গাড়ির চালকের অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বিকেলে চাটখিল-ঢাকা রামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযান চলাকালে পৌরসভার নির্ধারিত বাস স্ট্যান্ডের বাইরে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা ও যানজট সৃষ্টি করায় বিভিন্ন পরিবহনের চালক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী জননী, আল বারাকা বাস ও মোটরসাইকেল চালকদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার মধ্যে পড়েছেনÑপারভেজ (জননী বাস) ৩,০০০ টাকা, মো. নুর আলম (জননী বাস) ৩,০০০ টাকা, মো. রায়হান (জননী বাস) ৫,০০০ টাকা, সজীব চন্দ্র দাস (জননী বাস) ২,০০০ টাকা, মো. মিজান (মোটরসাইকেল) ৫,০০০ টাকা, সামছুল ইসলাম (মোটরসাইকেল) ২,০০০ টাকা, মো. দুলাল (জননী বাস) ২,০০০ টাকা, ফাহিম (আল বারাকা বাস) ৫,০০০ টাকা, মো. ইউসুফ (জননী বাস) ৫,০০০ টাকা এবং রফিকুল ইসলাম (জননী বাস) ২,০০০ টাকা। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার সড়কগুলোকে সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরবর্তীতে সিএনজি ও অটো রিক্সায় অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *