ePaper

ভোলার ১১২টি পূজা মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা

মোহাম্মদ আলী, ভোলা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। জেলার মোট ১১২টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ৬৮৮ জন পুলিশ সদস্য। নিরাপত্তা জোরদার করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৮টি চেকপোস্ট এবং গঠন করা হয়েছে ৪টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং সার্বক্ষণিক টহল কার্যক্রমও চালু থাকবে। ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, “পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালানো হবে। ভোলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” পূজা উদযাপন কমিটির সভাপতি জানান, পূজার সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দলগুলোসহ প্রশাসন পূজা উদযাপনে সহযোগিতা করছে। তিনি বলেন, “আমরা আশা করছি, প্রশাসনের এমন উদ্যোগের কারণে এ বছর শান্তি-শৃঙ্খলার মধ্যেই আমরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারব।” প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলার হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *