শাহবাজ জামান,খুলনা
খুলনায় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলনার অভিজাত একটি রেস্টুরেন্টে কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান, বিশিষ্ট সংগঠক, সাংবাদিক এবং খুলনাস্থ্য বরিশাল সমিতির সভাপতি ইঞ্জি. রুহুল আমিন হাওলাদার। এ সময় খুলনায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান মামুন রেজার উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করে ফুল এবং ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
