ePaper

সাধারণ মানুষের হামলার আশঙ্কায় থালাপতি বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুতে বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হওয়ার পর তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে যেতে পারে এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। থালাপতি বিজয়ের দল টিভেকে আগামী বছর তামিলনাড়ুর অ্যাসেম্বলি নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেবে। ৫১ বছর বয়সী থালাপতি এ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। এরমধ্যে গতকাল তামিলনাড়ুর কউরে তার জনসভায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। একটি সূত্র জানিয়েছে, জনসভা শুরুর নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর বিজয় ঘটনাস্থলে যান। তার সমর্থকরা সারাদিন ধরে তার জন্য অপেক্ষা করেন। ফলে অনেকে না খেয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে তীব্র গরম ও পানির তৃষ্ণা থেকে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর এ পদদলনের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে।জনসভাস্থলটি আগে থেকেই লোকে লোকারণ্য ছিল। তিনি যে বাসে করে জনসভায় আসেন সেটির সঙ্গে আরও বহু মানুষ সেখানে। এরপর সেখানে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে থালাপতি বিজয়ের বাসের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা তা মানেননি। অনেকে কাছে যাওয়ার চেষ্টা করায় সামনে থাকা মানুষ চাপা পড়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *