ePaper

এক ঘণ্টায় শেষ হামজাদের ম্যাচের ১৮ হাজার টিকিট

স্পোর্টস ডেস্ক

মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে গেছে বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারির টিকিট। রোববার বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। শুরুর পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচটি। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট রোববার বিক্রি শুরু করে।ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ গত জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম যোগ হওয়ার পর ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *