ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত মেলানো উচিত ছিল। কোনো ম্যাচেই পাকিস্তান দলের সঙ্গে ভারতের কারও হাত মেলানোর দৃশ্য দেখা না যাওয়ায় তিনি এই মন্তব্য করেন।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া দুটি ম্যাচেই হ্যান্ডশেক বিতর্ক তৈরি হয়। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। একই ঘটনা পুনরাবৃত্তি হয় সুপার ফোরের ম্যাচেও। এই প্রসঙ্গে শশী থারুর তার বক্তব্যে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়ের উদাহরণ টেনে এনেছেন।

ছবি: এএফপি
ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি পাকিস্তান নিয়ে এত দৃঢ় অবস্থান থাকে, তবে আমাদের খেলা উচিত হয়নি। কিন্তু একবার যখন খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন খেলার চেতনা নিয়েই খেলা উচিত ছিল। আমাদের তাদের সঙ্গে হাত মেলানো উচিত ছিল।’ কারগিল যুদ্ধের সময় বিশ্বকাপে দুই দলের মধ্যে হাত মেলানোর উদাহরণ দিয়ে তিনি তার বক্তব্য আরও স্পষ্ট করেন।
পাকিস্তান দলের আচরণ প্রসঙ্গে শশী থারুর বলেন, ‘পাকিস্তান দল প্রথমবার অপমানিত হওয়ার পর দ্বিতীয়বার যখন আমাদের অপমান করে, তখন এটা প্রমাণ করে দুই পক্ষের কারও মধ্যেই খেলার চেতনা নেই।’ তার মতে, প্রথম ম্যাচে হাত না মেলানোর প্রতিক্রিয়া হিসেবেই সুপার ফোর ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা বন্দুক ও বিমান ভূপাতিতের মতো আক্রমণাত্মক সেলিব্রেশন দেখান।
এই পুরো ঘটনার পেছনে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা একটি বড় ভূমিকা পালন করেছে। গত এপ্রিলে পেহেলগামে হামলা ও তার জবাবে মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক সংঘাত এই উত্তেজনার প্রধান কারণ। তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, তার দল সরকার ও ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নীতির সঙ্গেই সামঞ্জস্য রেখে চলেছে।

