ePaper

হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

মো. সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার কুড়ানিয়াচর নওপাড়া, হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবীন-বরণ অনুষ্ঠানের সভাপতি কাজী কামাল নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক স্বাগতম বক্তব্য রাখেন। তিনি বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়মবিধির থেকে কলেজের পরিসর অতি উদার। তোমরা এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্ননির্মাণ ও আত্নবিকাশে সক্ষম হতে পারবে। এই শিক্ষায়তেনের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হবে, সফল হবে এটাই কামনা করি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক আসাদুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় কলেজের পক্ষ থেকে একাদশ ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা এক গুচ্ছ রজনী গন্ধ ফুল দিয়ে বরন, অধ্যক্ষ, প্রভাষকগন এবং প্রতিষ্ঠাতা, বিদ্যুৎশাহী সদস্য, হিতৈষী সদস্য এবং অভিভাবক সদস্যদের পরিচয় শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎশাহী সদস্য কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক স্কাইটার্স এ্যাপার্টমেন্ট লি. ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম, কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ডা. মাহবুব-আল করিম, হিতৈষী সদস্য মুন্সী আক্তারুজ্জামান আক্তার হোসেন, মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মো. শাহাদত হোসেন, অভিভাবক সদস্য মো. দাউদ আলী মোল্যা। এ ছাড়া বক্তব্য রাখেন প্রভাষকদের মধ্যে সহকারী অধ্যাপক সুজিত কুমার বালা, কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে চাঁদনী আক্তার, নিপা আক্তার, নবাগত একাদশ শ্রেনীর শিক্ষার্থীর মধ্যে সাদিয়া আফরিন প্রমুখ। বক্তরা সকলেই ছাত্রÑছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা নিয়মিত কলেজে আসবে, ক্লাস করবে, সন্ধ্যায় পড়ার টেবিলে বসবে এবং কোন প্রকার বাজারে আসবে না, কোথাও আড্ডা দেবে না, প্রতিষ্ঠানের নিয়ম মেনে লেখাপড়া করে সকলের পরিপূর্ন মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করবে তাহলে তোমরা পরিপূর্ন মানুষ জীবন গড়তে পারবে। ২০২৫-২০২৬ ইং সনের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির প্রভাষকগন-কর্মকর্তা, কর্মচারি সহ অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রী, প্রভাষকগন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিদের মধ্যে মিস্টি মুখ করে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *