ePaper

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

এসএ রশিদ (ঢাকা) সাভার

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া। ঢাকা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান নিজ হাতে ওসি জুয়েল মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলার বিভিন্ন থানার কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হওয়ায় ওসি জুয়েল মিয়া জানান, এই অর্জন তার একার নয়Ñসাভার মডেল থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে যে কাজগুলো করা হয়েছে, এই সম্মাননা তারই স্বীকৃতি। পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সৎ, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। যারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে এভাবে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হবে। উল্লেখ্য, ওসি মো. জুয়েল মিয়া সাভার এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট ছিলেন। তার নেতৃত্বে সাভার মডেল থানায় অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কার্যক্রমে সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *