ePaper

মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (মূখ্যপরিচালক) আ. ন. ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মনোয়ার হোসেন খান সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুরার জনাব মোহাম্মদ অহিদুল ইসলাম। কর্মশালায় ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অমিতাভ মণ্ডল। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীর উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *