রবিউল করিম(ঢাকা) ধামরাই
ঢাকার ধামরাইয়ে “সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামে মাদককে না করি, খেলাধুলায় এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে বাসনা যুবক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫। গতকাল বুধবার সেপ্টেম্বর বাসনা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় /দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ স্বপন স্মৃতি ফুটবল একাডেমি সাটুরিয়া বনাম প্যারাডাইস এফসি সাটুরিয়া। ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে বিজয়ীরা একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে দেওয়া হবে একটি ফ্রিজ পুরস্কার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী প্লাটুন কমান্ডার বাংলাদেশ আনসার। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সনদপ্রাপ্ত দলিল লেখক মো. মোস্তফা কামাল মোস্তাক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল রশিদ বিএসসি সভাপতি বাস যুব সমিতি। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আলী মো. আনোয়ার হোসেন। শহিদুল ইসলাম। মো. দুলাল হোসেন। আকাশ। খেলা টি সার্বিক পরিচালনা করেন ইসমাইল হোসেন সুমন সহ সভাপতি ঢাকা জেলা উত্তর। মোয়াজ্জেম হোসেন পাখি সহ-সভাপতি বাসনা যুবক সমিতি। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদনে এগিয়ে আনার লক্ষ্যেই এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা জানান।
