ePaper

সিরাজগঞ্জে অধিগ্রহণকৃত জমির সঠিক-মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন কালিয়া চৌধুরী মৌজার জমির মালিকগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, অধিগ্রহণকৃত জমির মালিক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মন্ডল, আব্দুল ছালাম মন্ডল (পান্না), বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওঃ মুহাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকগণ বলেন, বগুড়া হতে শহীদ এম. মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া চৌধুরী মৌজার জে এল নং-১৮৬ অন্তর্গত অধিগ্রহণকৃত সম্পত্তির ৪ (১) ও ৭(১) ধারায় নোটিশ প্রদান ও সর্বশেষ ৮ (৩) ধারার নোটিশ ইতিমধ্যে প্রেরণ করেছেন। অধিগ্রহণের জন্য দাখিলকৃত নোটিশে ভূমির বাড়ীর মূল্য বাবদ একর প্রতি ১ কোটি তেত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত একাত্তর টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন। এতে প্রতি শতাংশ বাড়ীর মূল্য দাড়ায় ১ লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেতাল্লিশ টাকা একাত্তর পয়সা। অথচ বর্তমানে কালিয়া চৌধুরী মৌজার সম্পত্তির বাজার মূল্য প্রতি শতাংশ সর্বনিম্ন ৬ লক্ষ ও সর্বোচ্চ ১৬ লক্ষ টাকা। গত ২০১৯ সালে উক্ত কালিয়া চৌধুরী মৌজা হতে সিরাজগঞ্জ জেলা কারাগারের জন্য ভূমি অধিগ্রহণ করেন। যার মূল্য প্রতি শতাংশ ৪ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত আশি টাকা। ৭ বছর পর একই মৌজার অধিগ্রহণের ক্ষতিপূরণে ব্যাপক গড়মিল দেখা যাচ্ছে। তাই ভুক্তভোগী জমির মালিকগণ অধিগ্রহণকৃত সম্পত্তির সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তাতে ভূমির মালিকগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার প্রতি শতাংশের জন্য ২০০% সহ যে মূল্য প্রদান করা হচ্ছে, তাতে ভূমির মালিকগণ বর্তমান বাজার মূল্যে কালিয়া চৌধুরী মৌজার মধ্যে কোন ভূমি ক্রয় করতে পারবে না। তাই সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোড় দাবী জানান জমির মালিকগণ। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের নিকট ভুক্তভোগী জমির মালিকগণ স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে কালিয়া চৌধুরী মৌজার শত শত মালিকগণসহ স্থায়ী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *