ePaper

শ্রীমঙ্গলে শেভরনের পাইপলাইন লিকেজ হয়ে আগুন দগ্ধ দু’জন

মো. আফজল হোসেইন,শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম হিলাম পাড়া গ্রামে শেভরনের পাইপলাইন লিকেজ হয়ে একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় দু’জন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত নয়টায় শেভরনের গ্যাস ও তেলের ভূগর্ভস্থ পাইপলাইন অনাকাক্সিক্ষতভাবে লিকেজ হয়ে যায়। এর ফলে ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড়া শত শত লিটার জ্বালানি তেলে ও গ্যাস সরবরাহের পাইপলাইনে আকস্মিক ভাবে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ড কবলিত স্থানটি খোলা জমি হওয়ায় এলাকার বসতি স্থাপনায় কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে আগুনের খবর ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা জানান, খোলা জমিতে আগুন ছড়িয়ে ছিটিয়ে জ্বলতে থাকায় অনেকেই আশ্চর্য হয়ে পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে জ্বালানি পদার্থ হওয়ায় প্রায় এক ‘ঘন্টার চেষ্টায় ১২৫ লিটার ফোম ব্যবহার করে সম্পূর্ণ ভাবে আগুন নির্বাপণ করতে সক্ষম হয় দমকল বাহিনীর চারটি ইউনিট। এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলাইমান আহমেদ আকুঞ্জির কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে লিকেজ হওয়া থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তিনি বলেন অগ্নিকান্ডের অন্য কোন কারণ আছে কি-না তা তদন্ত চলছে তদন্ত করার পর আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানার কয়েকটি টিম ঘটনাস্থল নিবিড়ভাবে নজর রাখতেও দেখা গেছে। এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং এ ঘটনার পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বলেন ফায়ার সার্ভিসের কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়েছি। তিনি স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বলেন এ এলাকার লোকেরা খুব সচেতন। তাদের সহযোগিতা ছাড়া এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ আনা সম্ভব হতোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *