ePaper

সিটি ব্যাংক পেল ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা

অথর্নীতি ডেস্ক

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে সিটি ব্যাংকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।আধুনিক ব্যাংকিংয়ে নেতৃত্ব, সেবায় উৎকর্ষতা এবং সমাজের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক। বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক ইতিমধ্যে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে। এসব উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এ অর্জন গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *