হাসিব, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং তাদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণে স্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিনটি দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরে কোনো বাধা নেই এবং মন্ত্রণালয় এ বিষয়ে সহায়তা করবে। তবে দুই মাস পেরিয়ে গেলেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। আন্দোলনের অন্যতম সংগঠক এ কে এম রাকিব বলেন, “মন্ত্রণালয়ের আশ্বাসের পর আমরা প্রশাসনকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং আবারও চিঠি চালাচালির প্রক্রিয়া চলছে। এ কারণেই আমরা অনশন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। যতদিন না সেনাবাহিনীর সঙ্গে কাজ হস্তান্তরের চুক্তি সম্পন্ন হয়, ততদিন আমরা আমরণ অনশনে থাকব।” আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, “গত ১২ নভেম্বর আমরা যখন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম, তখন আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু দুই মাস পেরোলেও কোনো বাস্তব পদক্ষেপ দেখতে পাইনি। প্রশাসন ও সচিবালয় থেকে কোনো অগ্রগতি জানানো হয়নি। বাধ্য হয়েই আমরা এই কঠোর কর্মসূচি হাতে নিয়েছি।” শিক্ষার্থীদের এই আন্দোলন তাদের দাবির ন্যায্যতা প্রতিষ্ঠায় কতটা কার্যকর হবে, সেটি সময়ই বলে দেবে।